পুলিশের এসআইর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
পারিবারিক কলহের জেরে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের মালোপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইফতেখায়ের আলমের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এস আইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মূলত সেই কলহের জেরে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় এস আইকে উদ্ধার করে হাসপাতালে নেন ওসি।

এ ঘটনায় তার স্ত্রীকে আপাতত পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এদিকে রামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তার অবস্থা আশঙ্কাজনক বলে এরইমধ্যে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।।

শিরোনাম