পুত্রের হাতে প্রাণ গেল পিতার

নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামে ছেলের হাতে পিতা খুন হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে। বাবা-মায়ের মাঝে ঝগড়াঝাটির একপর্যায়ে মায়ের পক্ষ নিয়ে ঘাতক পুত্র তার বাবাকে কুপিয়ে হত্যা করে। পরে সে পালিয়ে যায়। নিহত বাবার নাম কিবরিয়া ফকির (৫০)। ঘাতক ছেলে নাঈম ফকির (২০) ভাঙ্গা বাজারে একটি হোটেলে কাজ করতো।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত কিবরিয়া ও স্ত্রী তাছলিমা বেগমের মাঝে প্রায়ই পারিবারিক কলহ বিরাজ করতো। ঘটনার রাতে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় ঘাতক নাঈম মা তাছলিমার পক্ষ নিয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কিবরিয়াকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম