সুনামগঞ্জ প্রতিনিধি ঃঃ
সুনামগঞ্জের ছাতকে বৃদ্ধ পিতাকে লোহার শিকলে বেঁধে শারীরিক মারপিট করায় কুলাঙ্গার পুত্র সুহেল মিয়া (৩২)কে পুলিশে সোপর্দ করেছেন ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ পিতা মমশ্বর আলী (৭৫)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সূত্রে জানা যায়, পুত্র সন্তান লাভের আশায় মমশ্বর আলী একে-একে তিনটি বিয়ে করে। এক পর্যায়ে মায়ের কোল আলোকিত করে সুহেল মিয়ার জন্মের মাধ্যমে পিতা মমশ্বর আলীর প্রত্যাশা পূরণ হয়। জন্মের পর থেকেই পুত্র সুহেল মিয়াকে অতি আদরে তিলে-তিলে বড় করেন। কিন্তু অতি আদরের পুত্র সুহেল মিয়াই কারণে-অকারণে নানাভাবে পিতাকে নির্যাতন করে আসছিল।
ঘটনার দিন পাষন্ড পুত্র পিতাকে নির্মমভাবে মারপিট করে। ভয়ে পিতা প্রস্রাব-পায়খানা করে দেয়। শুধু তাই নয়,পাষন্ড পুত্র পিতাকে শিঁকল দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থলে গিয়ে ঐ পিতাকে উদ্ধার করে। গ্রামবাসীকে বিল্লালকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা হয়েছে।