শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে মধ্যরাতে নিজের কন্যাশিশুকে ঘুমন্ত অবস্থায় পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এমন হৃদয়বিদায়ক ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার ১নং কুসুন্বি ইউনিয়নের উচুলবাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামে। একই গ্রামের ইদ্রিস আলীর তৃতীয় পুত্র ঘাতক জাকির হোসেন (৪২) একজন দিনমজুর। সংসার জীবনে পর পর দুইটি বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর কোনো সন্তান না হওয়ায় তাকে তালাক দেয় জাকির হোসেন। এরপর দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরের বছর ছেলে সন্তানের আশায় আবারো এক কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী রেবেকা খাতুন। বর্তমানে শিশু মেয়েটির বয়স ১৪ মাস। তাদের মাঝে পুত্র-কন্যা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত সোমবার মধ্যরাতের পর নিজের কন্যাশিশু উমাইয়া খাতুনকে তুলে নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে ফেলে হত্যা করে।
এ ঘটনায় স্থানীয় জাকিরকে আটক করে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করে। পুলিশ কন্যা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।