পীরগাছায় কন্যা সন্তান জন্ম দেয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন
রংপুর প্রতিনিধি ঃঃ
রংপুরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় হাজেরা বেগম (৩৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে পীরগাছা উপজেলার হাউদারপাড় গ্রামে। নিহত হাজেরা বেগম ৩ কন্যা সন্তানের জননী। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে হাউদারপাড় গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে সাহেব আলীর সঙ্গে হাজেরা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পরপর ৩টি কন্যা সন্তানের জন্ম হয়। পুত্র সন্তান না হওয়ায় হাজেরা বেগমের সঙ্গে প্রায়ই সাহেব আলীর বাকবিতণ্ডা হতো। সম্প্রতি সাহেব আলী পুত্র সন্তানের জন্য হাজেরা বেগমের কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চান এবং পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। আর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রী হাজেরাকে পিটিয়ে হত্যা করে স্বামী সাহেব আলী। এ ঘটনায় মামলা হয়েছে।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, এ বিষয়টি আমি জেনেছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।