স্টাফ রিপোর্টার ঃঃ
মাদক সেবন করে নিজ মাতাকে হামলার ঘটনায় বিজ্ঞ আদালত সেই পুত্রের ১ বছর জেল দিয়েছে। এই অপরাধে ঠাকুরগাঁও পীরগঞ্জে স্বপন দাস (২৫) নামে এক মাদকসেবী সন্তানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ কারাদণ্ডাদেশ দেন। স্বপন দাস উপজেলার পাড়িয়া গ্রামের মৃত সরেন দাসের ছেলে।তার জেল দেয়ার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।