সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
পিতার ধর্ষণের শিকার শিশু কন্যা !ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা পড়ুয়া শিশুকন্যাকে (৮) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি শিশুর বাবা ইমাম হোসেন মিসকিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজবাড়ী জেলার সদর উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার অফিনার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
এর আগে ৪ঠা ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নিজ স্বামীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছিলো স্ত্রী (শিশুটির মা)। গ্রেপ্তার ইমাম হোসেন মিসকিন সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের মিসকিন বাড়ির এনায়েত উল্যাহর ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম সরকার এজহারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে পার্শ¦বর্তী একটি মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়ছিল শিশুটি। গত ২৭ জানুয়ারি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে মধ্যরাতে নিজ শিশুকন্যাকে ধর্ষণ করে ইমাম হোসেন মিসকিন। বিষয়টি স্ত্রীর নজরে এলে পরদিন স্থানীয় সমাজপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের কাছে মৌখিক অভিযোগ দেন ধর্ষণের শিকার শিশুর মা। সমাজপতি বিচার না করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
ওসি সাজেদুল ইসলাম আরও জানান,সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানো হবে।