পাহাড়তলিতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
নগরীর পাহাড়তলিতে জায়গা- জমি বিরোধকে কেন্দ্র করে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো. কাউছার (৪৭) খুন হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে থানার সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে।

জানা যায়, জমি বিরোধের জের ধরে বড় ভাই কাউছারকে তার সৎ ভাই সাজ্জাদ ও সৈকত গলায় ছুরিকাঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় কাউছারকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পাহাড়তলী থানার ডিউটি অফিসার এসআই ধীমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শিরোনাম