পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক। গতকাল সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ও সদর উপজেলার গড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক নামাজে জানাজা শেষে নিজ বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খান রিতার পক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মো. আখতারুজ্জামান, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো মোশারফ হোসেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দিন প্রমুখ।