পাবনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ যাত্রীর

পাবনা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথিমধ্যে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহণ নামের বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হন।

শিরোনাম