পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের নাম, লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, রাতের কোনো এক সময়ে এই হত্যা করা হতে পারে। নিহত লাবনী খাতুন ও রিয়াদ হোসেন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
জানা যায়, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এমনিতেও কারও সঙ্গে তাদের শত্রুতা ছিল না । কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন। স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, বাড়িতে ওই মহিলা, তার শিশু ছেলে ও শাশুড়ি বসবাস করতেন।এ ব্যাপারে মামলা হয়েছে।