পানি খাওয়াকে কেন্দ্র করে মহেশখালীতে গুলি করে যুবক খুন

কক্সবাজার প্রতিনিসধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে পানি খাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে বড় মহেশখালীর মগরিয়া কাটায় এ ঘটনা ঘটে।নিহত মো. সোহেল (২২) একই এলাকার মগরিয়া কাটার ওসমান গণির ছেলে। সোহেল পেশায় ফিশিং ট্রলারের শ্রমিক।

বুধবার সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন চায়ের দোকানে পানি চেয়ে খাওয়াকে কেন্দ্র করে এহাসান ও সোহেল গংয়ের মধ্য কথাকাটাকাটি হয়। এর জের ধরে ১৬ নভেম্বর সকালে আবারও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম