স্টাফ রিপোর্টারঃ
পুরান ঢাকার সমস্যার যেন অন্ত নেই। কেমিক্যাল কারখানায় আগুনে মৃত্যু, ভবন বিস্ফোরণে মৃত্যু, দিনরাত সবসময়ই যানজট- এ যেন পুরান ঢাকার নিত্য নৈমিত্তিক সমস্যা। ঘটনার পর নানা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয় না। উল্টো দিন দিন নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে পুরান ঢাকায়।
গতকাল তিন ঘণ্টার বৃষ্টিতে পুরান ঢাকার বেশির ভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। দোকানপাট, হাসপাতাল ও বাসাবাড়িতে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হাঁটু পানি ছিল। এলাকাবাসীর অভিযোগ, এই দুর্ভোগের মূল কারণ ছয় মাসেরও বেশি সময় ধরে নয়া বাজার, তাঁতী বাজার ও বংশাল এলাকায় সুয়ারেজ লাইনের কাজ চলছে। কিন্তু কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুত গতিতে কাজ শেষ হলে বিল পেতে ঝামেলা হয়। এ ছাড়া টেন্ডারের বরাদ্দ বাড়ানোর জন্য এই কাজ ধীরগতিতে করছে।