পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাদ দেয়ায় এনসিটিবি’র সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত একাধিক

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ বাতিলের দাবিতে আন্দোলন করছে স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি শিক্ষার্থীদের সংগঠন। পরে এনসিটিবির সামনে পাহাড়ি জনগোষ্ঠীর বেশ কিছু শিক্ষার্থীরা মিছিল নিয়ে এনসিটিবির সামনে এলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাহাড়ি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম