পাঞ্জশের উপত্যকায় তালেবান ও তালেবান বিরোধী বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
দেশটি খাদ্য সংকট ও মানবিক সংকটে পড়ার সম্ভাবনা এগিয়ে আসছে । আর এ মুহূর্তে আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঞ্জশের উপত্যকার দখল নিয়ে তালেবান ও তালেবান বিরোধী বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। তালেবান দাবি করেছে, তারা পাঞ্জশেরের একাধিক এলাকা দখলে নিয়েছে এবং যুদ্ধে প্রতিরোধকামী বাহিনী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট বা এনআরএফের বহু সদস্য হতাহত হয়েছে।

তবে এনআরএফ এমন দাবি উড়িয়ে দিয়েছে। সংগঠনটির দাবি, পাঞ্জশেরের প্রতিটি প্রবেশদ্বারই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। উল্টো তালেবানের কয়েকশ’ সদস্যকে হত্যার দাবি করেছে তারা। একইসঙ্গে গ্রেপ্তারও করা হয়েছে অর্ধশত তালেবান সদস্যকে।

শিরোনাম