পাওনা টাকা চাওয়ায় জামাইকে পুড়িয়ে হত্যা করলো শ্বশুর-শ্বাশুড়ী

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্বশুর বাড়িতে জামাইকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত আফছার উদ্দিন (৪০) জেলার সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর রায় গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে।

জানা যায়, ১৬ বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর রায় গ্রামের গিয়াস উদ্দিনের বড় মেয়ে ইয়াসমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন আফছার। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকতেন। শ্বশুর-শাশুড়ির সঙ্গে হাওলাতি টাকা নিয়ে তার দীর্ঘদিন মনোমালিন্য চলে আসছে। গত সোমবার (১৩ই নভেম্বর) শ্বশুর বাড়িতে এসে পাওনা টাকা দাবি করেন আফছার। একপর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রহস্যজনক পেট্রোলের আগুনে আফছারের শরীরের ৯০-৯৫ শতাংশ পুড়ে যায়।পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম