পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি“আসমানী”কবিতা

সংবাদ জমিন ডেস্কঃ
পল্লীকবি জসীমউদ্‌দীনের অমর সৃষ্টি ‘আসমানী’ কবিতার বাস্তব চরিত্র ‘আসমানী বেগম’ তাঁর নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।জসীমউদ্দীন এর নানা সাহিত্য কর্মে কালজয়ী নানা চরিত্র যেমন রুপাই, সাজু, হাজেরা বিবি, গণি মিয়া এবং আসমানী।

এসব চরিত্র পল্লীকবি এঁকেছিলেন বাস্তবের মানুষ দেখেই। ইতোপূর্বে একে একে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রুপাই, সাজু, গণি মিয়া এবং হাজেরা বিবি। দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগে সবশেষে ২০১২ সালে বিদায় নেন পল্লীকবির অমর সৃষ্টি ‘আসমানী’ কবিতার বাস্তব চরিত্র আসমানী বেগমও। তবে তাঁরা সকলেই বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে স্থান করে নেয়া পল্লীকবির সাহিত্য কর্মে।সংগৃহীত

শিরোনাম