পল্লবীতে চাঞ্চল্যকর ছাত্র হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী রাকিবকে সশস্ত্র হামলায় গুরুতর আহত মামলার আসামী চিহ্নিত কিশোর গ্যাং লিডার রমজান ও আল আমিনসহ ৫ জনকে যশোর, ঝালকাঠি, আশুলিয়া এবং রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা গেছে, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৬ অক্টোবর ২০২২ রাতে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ী, ঢাকা জেলার আশুলিয়া, যশোর এবং ঝালকাঠি’তে অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার আলোচিত কিশোর গ্যাং জুনিয়র গ্রুপের প্রধানসহ নিম্নোক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো ক। মোঃ রমজান (২০), জেলা- মাদারীপুর,খ। আল আমিন (২০), জেলা- যশোর, গ। ইসমাইল হোসেন @ পপকন (১৮), জেলা- ঝালকাঠি, ঘ। বিজয় (১৭), জেলা- ঢাকা ও ঙ। মোঃ ইয়াসিন আরাফাত @ সাইমন (১৭), জেলা- পটুয়াখালী।

শিরোনাম