পল্টনে দৌলতপুরের পুলিশ সদস্য পারভেজ হত্যাকান্ড,গ্রেফতার-২

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের দৌলতপুরের পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ডিএমপি পুলিশ।

ডিএমপি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পুলিশ গাইবান্ধা ও ঢাকা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ২ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো শামীম রেজা ও সুলতান।শামীম গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার যুবদলের আহবায়ক।ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতারকৃত শাহীনের ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।

ডিএমপি পুলিশ জানায়,অধিকতর তদন্তের স্বার্থে তারা বিস্তারিত কিছুই জানাতে পারছেন না।এদিকে কান্নার মাতম যেন বেড়েই চলেছে নিহত পারভেজের পরিবারে।কিছুতেই মানতে পারছেন না তার অকাল মৃত্যু।

শিরোনাম