ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃঃ
শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সুনামগঞ্জের দিরাইয়ের যুবক বাদল মিয়া (২৬)। ওই দিন দুপুর দেড়টার দিকে তার মায়ের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা বলেন। এসময় বাদল মাকে বলে, বৈশাখীতে আসতে পারবো না। টাকা পাঠিয়ে দিবো, জমির ধান কাটিয়ে নিও। মা বাদলকে বাড়িতে আসার জন্য অনুনয় করাতে বাদল কথা দিয়েছিল, ঈদুল ফিতরে বাড়ি আসবে। কথাগুলো জানান নিহত বাদল মিয়ার পিতা দাবির মিয়া। আক্ষেপ করে তিনি বলেন, আমার পুতের বাড়িতে ফেরা হলো না।
এদিকে নিহত বাদল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নিহত বাদল মিয়ার নিজগ্রাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর মাঠে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় একটি পলিথিন ফ্যাক্টরীতে কাজ করতো।সূত্র-মানবজমিন