পরীমনি এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
র‌্যাবের হাতে আটক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৫ টার দিকে র‌্যাব সদর দফতর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বনানী থানায়।

তাদের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন র‌্যাব। র‌্যাব আরো জানায়, পরীমনির সঙ্গে আটক হওয়া আশরাফুল ইসলাম দীপু এবং রাজের সঙ্গে আটক হওয়া সবুজ আলীর বিরুদ্ধেও একই মামলা হয়েছে।র‌্যাব বাদী হয়ে এ মামলা দয়ের করেন।

শিরোনাম