পদ্মা সেতু দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকার গার্মেন্ট পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন গার্মেন্ট থেকে কনটেইনারে করে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দরে আসা এসব পণ্য যাচ্ছে পোল্যান্ডে।

জানা যায়, ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ২৭টি কারখানার ১৭ কনটেইনার গার্মেন্ট পণ্য পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর জেটিতে আসে। পণ্যগুলো এখন বোঝাই করা হচ্ছে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে অবস্থানরত পানামা পতাকাবাহী এমভি মার্কস নেসনা জাহাজে। এসব গার্মেন্ট পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন পণ্য। এসব পণ্য নিয়ে বিদেশি জাহাজ মার্কস নেসনা বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মোংলা বন্দর ত্যাগ করবে।

শিরোনাম