পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কায় ২০ যাত্রী আহত

 

মাদারীপুর প্রতিনিধি ঃঃ
পদ্মা সেতুর পিলারের সাথে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহ জালাল নামের একটি রোরো ফেরির ধাক্কা লাগলে ফেরিতে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সাথে ফেরিটির ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফেরি শাহ্ জালালের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের কথা জানানো হয়। এ ছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় পদ্মা সেতুর পিলারের কোন ক্ষতি হয়নি।

শিরোনাম