পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত-২,আহত-৩

নিজস্ব প্রতিনিধিঃ
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল আধাঘণ্টা বন্ধ ছিল।

রোববার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাউসার ও রাজু। এর মধ্যে কাউসার পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল আধাঘণ্টা বন্ধ ছিল। পিকআপটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিরোনাম