নিজস্ব প্রতিনিধিঃ
কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৯শে জুলাই রাতে পুলিশের গুলিতে মারা যান প্রকৌশলী রাকিবুল হাসান। নিহত রাকিব ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার সাবেক বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিকের ছেলে। সন্তান হারানোর শোকে মায়ের চোখের ঘুম হারিয়ে গেছে। মায়ের কান্না যেন থামছেই না।
সারাক্ষণ নিহত ছেলের স্মৃতি নিয়ে আহাজারি করছেন তার মা-বাবা ও পরিবারের লোকজন। রাকিব পেশায় বেসরকারি চাকরিজীবী ছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০নং সেক্টর এলাকায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। মিরপুর-৬ এলাকায় ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব লন্ডনভিত্তিক বহুজাতিক কোম্পানি টাইগার রিস্ক ম্যানেজমেন্টে চাকরি করতেন। শনিবার ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় প্রকৌশলী রাকিবুল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায় সুনশান নীরবতা।