পতিতা বৃত্তির শিকার হয়ে পতিতা ব্যবসা শুরু করে নদী !

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
হতে চেয়েছিল নায়িকা। কিন্তু জীবনের করুণ-কঠিন বাস্তবতায় পথ হারিয়ে অন্ধকারে হাঁটতে থাকে নদী। দুঃসহ দিনে পাড়ি দিয়েছে ভিন দেশে। একপর্যায়ে অন্ধকার জগতের রানী হয়ে ওঠে। নানা প্রলোভন দিয়ে দেশ থেকে অসহায় নারীদের নিয়ে গেছে ভারত, দুবাই ও মালয়েশিয়াতে। বাধ্য করেছে যৌনকর্মে। সবুজ ও টিকটক হৃদয়ের গ্যাংয়ের নারী পাচার চক্রের হয়ে ভারতে গড়ে তুলেছে স্কর্ট সার্ভিস ও বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন মিনি পতিতালয়। নদীর জীবন শুরু থেকেই ট্র্যাজেডিপূর্ণ।

নদীর বিয়ে হয়েছে একাধিক। একাধিক স্বামী হারিয়ে প্রবাসে গিয়ে পতিতা বৃত্তির শিকার হন নদী। আর সে থেকেই পতিতাবৃত্তির ব্যবসায় জড়িয়ে পড়ে। আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে নির্জন অফিস নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল নদী।অনেক টাকার মালিক বনে গেছেন তিনি।ঢাকা শহরেই রয়েছে তার একাধিক ভিআইপি ফ্লাট।

শিরোনাম