পটুয়াখালীতে সার কংকটে বিপাকে কৃষকরা

পটুয়াখালী প্রতিনিধি ঃঃ
পটুয়াখালীর কলাপাড়ায় চলমান আমন মৌসুমে সার সংকট দেখা দিয়েছে। ফলে দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী চাষিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা সারের গুদাম পরিত্যক্ত ঘোষণা করায় গত ২৩শে আগস্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি ভবন থেকে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পটুয়াখালীর লাউকাঠিতে একমাত্র সার গুদাম স্থানান্তরের সিন্ধান্ত গ্রহণ করে। ফলে গত ২৪শে অক্টোবর সর্বশেষ সার সরবরাহ শেষে এ গুদামের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর এতেই বিপাকে পড়েছে উপজেলার সার সরবরাহকারী প্রতিষ্ঠনাসহ প্রান্তিক কৃষকরা

শিরোনাম