পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর (৩০) নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার মধ্য রাত থেকে তাকে পাওয়া যাচ্ছেনা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে।

পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা অন্তর। কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এরপর থেকে তাকে স্বজনরা খুঁজে পাচ্ছেন না। পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে তার বড় ভাই।

শিরোনাম