পটিয়ায় ভাতিজার হাতে চাচা খুন :আহত-১

পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি ঃঃ
পটিয়ায় ছুরিকাঘাতে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। তার নাম আবুল কালাম (৫০)। এ ঘটনায় কালামের স্ত্রী ফাতেমা আক্তার (৪০) আহত হয়েছেন। গত বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শফি মেম্বারের বাড়িতে এ খুনের ঘটনা ঘটে। আহত ফাতেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পান্না পাড়া এলাকার শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ৪ পুত্রের মধ্যে দীর্ঘদিন জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সকালে মোহাম্মদ মুছার পুত্র সৌরভ (১৮) তার চাচাকে ছুরিকাঘাত করে। আবুল কালামকে বুকের ডান পাশে এবং স্ত্রী ফাতেমা আক্তারকে ছুরিকাঘাত করা হয়।পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিরোনাম