পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোস্তফা সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত নারী (৩৫) ও শিশু (৭) মা-ছেলে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এছাড়া সিএনজি অটোরিকশার চালকের নাম আনোয়ার (৫৫) বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকায়।

শিরোনাম