পঞ্চগর প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ এ সংবাদ লেখা পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশত। নিহতদের মধ্য বেশির ভাগই শিশু ও নারী। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
জানা যায়, রোববার নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যায় বরদ্বেশ্বরী মন্দিরে ধর্মসভার আয়োজন করা হয়। মূলত এই ধর্মসভায় যোগ দিতে নিহতরা নৌকা যোগে অপর পাড়ে যাচ্ছিলেন। দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসেন। তবে সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে মারা যান। নিহতদের পরিবারে চলছে কান্নার মাতম। নিখোঁজ পরিবারে চলছে উদ্বেগ-উৎকন্ঠা।