পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে দুর্ঘটনার কবলে পড়েছে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর গাড়ি। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সাঈদ নিহত হয়েছেন। আহত হয়েছেন ইউএনওসহ তিন কর্মকর্তা।
শনিবার রাত ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেকরমারী এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন ও আইসিটি সহকারী প্রোগ্রামার (এপি) নবিউল করিম সরকার।