সংবাদ জমিন,স্পোর্টস ডেস্ক ঃঃ
পল পগবার ইনজুরিতে ভুগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা দৌড়ে। দেড় মাস পর মাঠে ফিরে খেললেন ৪৫ মিনিট। তাতেই গড়ে দিলেন পার্থক্য। বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারের একমাত্র গোলে এসি মিলানকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লীগ শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে রেড ডেভিলরা। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
বৃহস্পতিবার রাতে মিলানের ঘরের মাঠ সান সিরোয় ম্যানইউ মাঠে নেমেছিল পাহাড়সম চাপ নিয়ে। প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ১ গোল করায় সুবিধাজনক অবস্থায় ছিল এসি মিলান। খেলার মাঠে এসি মিলানের আধিপত্য ছিল। কিন্তু থাকলে কি হবে ? বিজয় তাদের ভাগ্যে ছিল না। বিরতির পর পগবা মাঠে নেমে গোল করে বিজয় ছিনিয়ে নেন।