নৌকা প্রতীক নিলেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ

সংবাদ জমিন,বিনোদন ডেস্কঃ
দলীয় প্রতীক নৌকা সংগ্রহ করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সোমবার বেলা ১২টার দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন তিনি। বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন।

বিকেল ৩টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু করবেন জানিয়ে প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা ১০ আসনের জনগণের আকাঙ্খা পূরণ করবো।

শিরোনাম