ঝিনাইদাহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন ও আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েল, টিটোন ও মিরাজ হোসেন। শ্মশানের গাছ কাটার প্রতিবাদ করা ও নৌকার মিছিলে অংশগ্রহণ না করার কারণে হিন্দু সম্প্রদায়ের চার ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা মামলায় তাদের আটক করা হয়।
গত বুধবার রাতে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- শ্রীপুর গ্রামের সন্তোষ কুমার বিশ্বাস, অমল কুমার বিশ্বাস, বিশ্বজিৎ প্রামাণিক ও চিরঞ্জীব কুমার বিশ্বাস।পূর্ব শত্রুতা ও নৌকার মিছিলে অংশ না নেয়ায় এ হামলার ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।