নৌকার পক্ষে বিএনপি নেতার ভোট চাওয়া নিয়ে বিএনপিতে তোলপাড়
নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগের রাজনৈতিক সভায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মাধবপুরের আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর মোহাম্মদ খোরশেদ আলম। গত ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ- ৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী মাধবপুরের ৪নং আদাঐর ইউনিয়নে একটি রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান তিনি।
এ সময় খোরশেদ আলম বিমান প্রতিমন্ত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বক্তৃতা শেষ অংশে তিনি উপস্থিত সবাইকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে মাধবপুর উপজেলা বিএনপি ও হবিগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।