নোয়াখালীতে প্রকৌশলীকে মাথা ন্যাড়ার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগ নেতাদের আসামী করে মামলা
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বিদ্যুতের লাইন নির্মাণে বাধা দেয়ায় বিউবো বসুর হাট কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে তুলে নিয়ে দফায় দফায় মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার ৪ দিন পর আহত প্রকৌশলী তার স্ত্রীর মাধ্যমে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ছাত্রলীগ যুবলীগসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে খোকন (৩৬), শিপন (৩২), টিপু (৩৩), এমদাদ উল্যাহ (৩৬) সহ অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতেই পুলিশ অভিযোগটি নথিভুক্ত করে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান গতকাল বিকালে মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গত মঙ্গলবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে বৈদ্যানোগো বাড়ির সামনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমোদন ছাড়া অবৈধভাবে একটি লাইন নির্মাণের সংবাদ পেয়ে তিনি আবাসিক প্রকৌশলী সাইফুল ইসলামের নির্দেশে ঘটনাস্থলে যান এবং অবৈধ কাজের বাধা প্রদান করলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীর এ ঘটনা ঘটায়।