নোবিপ্রবি’র ছাত্রীর যৌন হয়রানি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবির) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক রিকশাচালকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন আবাসিক শিক্ষার্থী। শুক্রবার সকাল ১০ টায় পৌর বাজারের পিছনে ল’ইয়ার্স কলোনি থেকে মেইন রোডে রিকশায় আসার সময় প্রভাতী স্কুল এলাকায় শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্যমতে, শুক্রবার আনুমানিক সকাল দশটায় বান্ধবীর বাসা থেকে হলে আসার উদ্দেশ্যে বাসার সামনে থেকে একটি অটোরিকশায় উঠি। উঠার সময় রিকশাচালককে স্বাভাবিক মনে হলেও কিছুদূর আসার পর হঠাৎ করে তার রিকশাটি থামায়। এ সময় রিকশার পেছনের চাকায় সমস্যা হয়েছে বলে জানায় এবং পা দিয়ে রিকশার সাইড এ চাপ দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, তার দেখানো জায়গায় পা দিয়ে চাপ দিলে এতে কাজ হচ্ছে না বলে জানান। পরে জুতা খুলে চাপ দিতে অনুরোধ করে। জুতা খুলে চাপ দিলে রিকশাচালক তার হাত দিয়ে পা ধরে। কিন্তু তখনো আমি কিছু বুঝতে পারিনি।

শিরোনাম