চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে রিনা আক্তার (৪৭) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) নিহাত আদনান তাইয়ান বলেন, কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে অভিযুক্ত ওমর। প্রায়ই সময় বাড়িতে এসে টাকা চাইত সে। না পেলে ভাঙচুর করত। একপর্যায়ে রোববার রাতে মাকেই খুন করে ফেলে সে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।এ ব্যাপারে মামলা হয়েছে।