নেতা নির্বাচনে ‘ডিএনএ’পরীক্ষা দরকার: মীর নাছির

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, দলের নেতা নির্বাচনে ডিএনএ পরীক্ষা করতে হবে। লাল গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় টুপি পরে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক কষ্ট করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোনোভাবেই ভেতরে আসতে দেওয়া যাবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

শিরোনাম