নির্বাচনে সাংবাদিকের কার্ড পরে দাপট দেখালেন ছাত্রলীগ-যুবলীগ নেতারা

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে সাংবাদিক কার্ড পরে ঘুরছেন ছাত্রলীগ নেতারা। নির্বাচনের সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় কলেজ ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন সাংবাদিকের কার্ড গলায় নিয়ে ঘুরছেন। এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন আরেক স্থানীয় যুবলীগ নেতা ফাহাদ।

জানা যায়, ফাহাদ স্থানীয় যুবলীগ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে। তিনি বেকার ও এলাকায় ঘুরে ফিরেই সংসার চালান। এদিকে বিল্লাল হোসেন ছোট আলমপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সুজাত আলী কলেজের ছাত্রলীগের সভাপতি। নির্বাচনে কর্তৃত্ব স্থাপনের জন্যই তারা ছাত্রলীগ নেতা হয়েও সাংবাদিকের কার্ড ব্যবহার করছেন। এসব ছাত্রলীগ ও যুবলীগ নেতার গলায় জড়ানো কার্ডে নির্বাচন কমিশন কার্যালয়ের সিল রয়েছে। এছাড়াও জেলা নির্বাচন অফিসারের স্বাক্ষরও আছে। তবে এসব কার্ডে প্রতিষ্ঠানের নাম স্পষ্ট নয়।

শিরোনাম