গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নন্দিনী বিশ্বাস (৯) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার সময় উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। শিশুর পিতা বিজন বিশ্বাস জানান, আমি আর আমার স্ত্রী সকাল ৬টার দিকে অন্যের জমিতে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার ছেলে স্কুলে গেছে। আমার মেয়ে একলা বাড়িতে ছিল। আমার ভাগ্নে কৃষ্ণ মণ্ডল আমাকে বলে- তোমার মেয়ে বৈজনের দোচালা ঘরে শুয়ে আছে। খবর পেয়ে যেয়ে দেখি আমার মেয়ে ওখানে পড়ে আছে। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আমার মেয়ের গলায় একটি স্বর্ণের চেইন ছিল।তার গলায় ওই স্বর্ণের চেইন পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান,পোস্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছে না। এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।