নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক জড়িতের ঘটনায় তোলপাড়

নিজস্ব প্রতিনিধিঃ
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক জড়িতের ঘটনায় তোলপাড়।বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার একজন অধ্যক্ষ এবং একজন সহকারী অধ্যাপক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ জাল এবং নিয়োগ সুপারিশ জালিয়াত চক্রের হোতা।

আর এই দুজনের জালিয়াতির কাজে কারিগরিসহ সার্বিক সহযোগিতা করতেন আইসিটির শিক্ষক হিসেবে পরিচিত এক ব্যক্তি। শুধু মাদ্রাসা শিক্ষকদের নয় স্কুল-কলেজের শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছেন এই তিনজন।

তিনজনের চক্রটি কয়েক বছর থেকে শিক্ষক নিবন্ধন সনদ ও শিক্ষক নিয়োগের জাল সুপারিশ তৈরি করে চাকরি ব্যবস্থা করে দিতেন। জাল কাগজপত্রে এমপিও ছাড়ের ব্যবস্থা করতেও সহযোগিতা করেন তারা।

এই তিনজন হলেন,গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম এবং কাপাসিয়ার সোহাগপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আব্দুল্লাহ এবং আইসিটি শিক্ষক হিসেবে পরিচিত সুমন।

শিরোনাম