নিত্য পণ্যের দাম নাগালের বাইরে,অস্তির সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধিঃ
বেশি চড়া প্রায় সব পণ্যের মূল্য।রাজধানীরসহ দেশের বিভিন্ন বাজারে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।ফলে অস্রাথির সাধারণ মানুষ।রাজধানীতে আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে। যা গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মাত্র ১০ টাকা কমেছে। তবে স্বাভাবিক সময়ে বছরজুড়ে এ আলুর দাম থাকে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে।

অন্যদিকে, মাছের দাম বাড়তি যাচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া মাছ ২০০-২২০ টাকা, পাঙাস ২২০-২৪০ টাকা, চাষের কই ২৫০-২৮০ টাকা, টাকি মাছ ৪০০ টাকা, পাবদা ৩৮০ -৪০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতল মাছ ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

শিরোনাম