নারীর শরীরে জোড়া জরায়ু, দুটিতেই বেড়ে উঠছে ভ্রূণ!

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামার বাসিন্দা কেলসি হ্যাচার। বছর বত্রিশের কেলসির ইউটেরাস ডিডেলফিস আছে- এটি একটি বিরল অবস্থা যেখানে একজন নারীর জোড়া জরায়ু থাকে। চিকিৎসকদের মতে, দুটি জরায়ুর পৃথক ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব থাকে।

তবে গর্ভধারণের ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে। দুটি জরায়ুতেই গর্ভধারণ সাধারণত হয় না। কেলসি তার পোস্টে জানান, তার মতো শরীরে দুটি জরায়ু এবং দুটি জরায়ুতে দুটি সন্তান ধারণের ঘটনা ৫ কোটি নারীর মধ্যে একজনের হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

শিরোনাম