নারীকে গাড়ির বাম্পারে টেনেহিঁচড়ে নেয়া ঢাবির সেই সাবেক শিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহ (৫৫) নামের শিক্ষক মারা গেছেন। শুক্রবার বিকেল পৌনে চারটায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
গত ২ ডিসেম্বর ঢাবি ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন জাফর শাহ। এই ঘটনায় রুবিনা আক্তার নামের ওই নারীর মৃত্যু হয়। রুবিনার মৃত্যুর ঘটনায় জাফর শাহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।