নারায়নগঞ্জ প্রতিনিধি ঃঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিঙ্গাপুর ফেরত নবী হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত ঐ বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ। এ সময় বাধা দিলে প্রবাসীকে পিটিয়ে আহত করা হয়। আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় রোকন উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছোট বাড়ৈইপাড়া এলাকায় গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটেছে।
অপরদিকে একই রাতে স্থানীয় নাংড়াপাড়া এলাকার মিকাঈল নামের এক সার ও বীজ ব্যবসায়ীর বাড়িতেও ডাকাতরা হানা দেয়। তবে এ বাড়ি থেকে কিছু নিতে পারেনি। ডাকাত দলকে বাঁধা দেয়া্য় তার ছেলে তামজিদ আহমেদ (১৭)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত (ওসি) আনিচুর রহমান মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঘটনা আমার জানা নেই; তবে কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।’