নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে সদর উপজেলার ফতুল্লার ফাজিলপুর এলাকার রকিব মিয়ার বাড়িতে। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক কাউছার আলম তুহিন। তুহিন পেশায় ট্রাকচালক। তুহিনের ধারণা তার স্ত্রী অন্য কারও সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত। ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে তুহিন ফাজিলপুরে রকিবের বাড়িতে ভাড়া থাকতেন।

জানা যায়,পারিবারিক কলহের জের ধরে গতকাল ভোররাতে বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। ওই সময় মায়ের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবা। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক নাজমাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম