নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল পোশাক শ্রমিক জনির

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ঘটনাটি ঘটেছে ভোরে সরকারি মহিলা কলেজের সামনে রেললাইনের পাশে। বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে বাসে ওঠেন জনি। ভোরে চাষাঢ়ায় বাস থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি রেললাইনের পাশে যান। পরে ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পায়ের হাঁটুতে একাধিকবার ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষণে তিনি মারা যান।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়,জনির ঘাতকদের খুঁজে বের করার জোর চেষ্টা চলছে।

শিরোনাম