নারায়ণগঞ্জে কলেজ ছাত্র খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শরীফ নামে এক কলেজছাত্রকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা দক্ষিণপাড়া এলাকার জমা গাজীর ছেলে। মৃতের পরিবারের লোকজন ১২ই সেপ্টেম্বর সকালে খবর পেয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় গিয়ে শরীফের মরদেহ শনাক্ত করেন।

এদিকে নিহতের পরিবার দাবি করেছে,তাকে মেবাইল ফোনে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার পুলিশ বলছে,সে আত্মহত্যা করেছে।

শিরোনাম